অফ ফর্মে থাকা মুস্তাফিজই গত এক বছরে বাংলাদেশের সেরা বোলার। ইংল্যান্ড বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন তিনি। এমনকি বঙ্গবন্ধু বিপিএলে ২০ উইকেট নিয়ে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। কাটার মাস্টার খ্যাত এ বোলার গত এক বছরে ডেথ ওভারেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।
গত বছর ১৬টি ওয়ানডে খেলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এ ৩৪টি উইকেটের ২২টিই তিনি নিয়েছেন ডেথ ওভারে। ডেথ ওভারে গত এক বছরে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট আর কেউই শিকার করতে পারেননি। এ সময় ডেথ ওভারে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি।
তালিকার তৃতীয় স্থানেও রয়েছে একজন ভারতীয় পেসার। ভারতীয় গতি তারকা ভুবনেশ্বর কুমার গত এক বছরে ডেথ ওভারে নিয়েছেন ১৬ উইকেট। এছাড়া নিউজিল্যান্ডের গতি তারকা লুকি ফার্গুসন এ সময় ডেথ ওভারে নিয়েছেন ১৫ উইকেট।
আজকের বাজার/আরিফ