যেভাবে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু আগামী ৭ ফেব্রুয়ারি। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হবে এ ম্যাচটি। টি-টুয়েন্টি সিরিজের মতো এ ম্যাচটিও বাংলাদেশি কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

পিসিবির অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার টেন স্পোর্টস টি-টুয়েন্টি সিরিজের মতো রাওয়ালপিন্ডি টেস্টও সরাসরি সম্প্রচার করবে। এছাড়া টেন স্পোর্টস, উইলো টিভি, ফক্স স্পোর্টস, সনি পিকচার্স নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ স্পোর্টস চ্যানেলে দেখা যাবে এ ম্যাচটি।

এই সিরিজে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি। যেখানে ২৩টি হাই ডেফিনেশন ক্যামেরা, দুটি সুপার ভিশন ক্যামেরা ও একটি আল্ট্রা-হাই স্পিড ক্যামেরা। সেই সাথে সম্প্রচারের কাজে ব্যবহৃত হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), আল্ট্রা মোশন, স্ট্যাম্প ক্যামেরার ও হক আই বল ট্র্যাকিং।

এ দিকে, ধারাভাষ্য প্যানেলেও আছে চমক। নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন এই টেস্টে ধারাভাষ্য দেবেন। এছাড়া বাংলাদেশ থেকে থাকবেন আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী এবং স্বাগতিক দেশের রমিজ রাজা ও বাজিদ খান থাকবেন ধারাভাষ্যকক্ষে।

যেসব টিভিতে দেখা যাবে ম্যাচ :
পাকিস্তান-টেন স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা-সুপার স্পোর্ট
অস্ট্রেলিয়া-ফক্স স্পোর্টস
যুক্তরাষ্ট্র-উইলো টিভি
মালয়েশিয়া-অ্যাস্ট্রো
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে-টেন ক্রিকেট
দক্ষিণ-পূর্ব এশিয়া-সনি
ভারতীয় উপমহাদেশ-সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া।

আজকের বাজার/আরিফ