আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় লা লিগায় মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াল-বার্সার এল ক্লাসিকোর লড়াই মানেই টান টান উত্তেজনা ও রোমাঞ্চকর দ্বৈরথের হাতছানি। ঘরের মাঠে খেলা হলেও এদিন একটু বেশি চাপেই থাকবে জিনেদিন জিদানের শিষ্যরা। বার্সার থেকে ১১ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রিয়াল। এ ম্যাচে ৩ পয়েন্ট নিতে না পারলে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বার্সার ওপর সেরকম কোন চাপ নেই। লিগে ১৬ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালিয়ান এ ক্লাবটি।
এল ক্লাসিকোর এই মহারণ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সবার। কিক অফের আগে কতো কিছু নিয়ে এই আগ্রহ। দুই দলের শুরুর একাদশ কেমন হবে এটা নিয়ে বোধহয় আগ্রহ সব থেকে বেশি। যা শুধু বার্সা কোচ ভালভার্দে ও রিয়াল কোচ জিনেদিন জিদানই শতভাগ সঠিকটা বলতে পারেন। তাড়াই তো চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন। তবে চলুন জেনে নেয়া যাক এ ম্যাচে দুই দলের প্রথম একাদশ (সাম্ভাব্য) কেমন হতে পারে।
বার্সেলোনা :
সম্ভাব্য ফর্মেশন : (৪-১-৩-২)
সম্ভাব্য প্রথম একাদশ : আন্দ্রে টের স্টেগেন, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমিতি, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, গোমেজ, ইভান রাকিটিস, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং পাকো আলকাসার।
রিয়াল মাদ্রিদ :
সম্ভাব্য ফর্মেশন : (৪-৩-১-২)
সম্ভাব্য প্রথম একাদশ : কেইলার নাভাস, দানি কারভাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মাদ্রিচ, ইস্কো, গ্যারেথ বেল, ক্রিস্তিয়ানো রোনালদো।
সূত্র : ইয়াহু স্পোর্টস
আজকের বাজার: সালি / ২৩ ডিসেম্বর ২০১৭