যেমন হলো ১০০ বল খেলার ‘৮’দল

বার্মিংহাম ফিনিক্সঃ
১৫ সদস্যের স্কোয়াডঃ ক্রিস ওকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, কেন উইলিয়ামসন, রবি বোপারা, বেনি হাওয়েল, টম হেলম, শাহীন শাহ আফ্রিদি, প্যাট ব্রাউন, অ্যাডাম হোসে, ক্যামেরুন দেলপোর্ত, হেনরি ব্রুকস, অ্যাডাম জাম্পা, রিকি ওয়েসেলস, ক্রিস কুক।

কোচঃ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

লন্ডন স্পিরিটঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ ররি বার্ন্স, গ্লেন ম্যাক্সওয়েল, এউইন মরগান, মোহাম্মদ নবি, মোহাম্মদ আমির, রুলোফ ভ্যান ডার মারওয়ে, মার্ক উড, জো ডেনলি, ড্যান লরেন্স, ম্যাসন কেন, কাইল অ্যাবট, অ্যাডাম রসিংটন, জ্যাক ক্রওলে, জেড ডারনব্যাচ, লুইস রিস।
কোচঃ শেন ওয়ার্ন

ম্যানচেস্টার অরিজিনালসঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ জস বাটলার, ইমরান তাহির, ড্যান ভিলাস, ফিল সল্ট, টম অ্যাবেল, ম্যাট পার্কিনসন, সাকিব মাহমুদ, ড্যানিয়েল ক্রিসচিয়ান, ওয়েন ম্যাডসেন, ওয়াইন পারনেল, মিচেল স্যান্টনার, জো ক্লার্ক, মার্চেন্ট ডি ল্যাঙ, এড পোলোক, এডি বাইরো।
কোচঃ সাইমন ক্যাটিচ

নর্দার্ন সুপারচার্জারসঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ বেন স্টোকস, অ্যারন ফিঞ্চ, মুজিব উর রহমান, ক্রিস লীন, আদিল রশিদ, অ্যাডাম লিথ, ডেভিড উইলি, রিচার্ড গ্লিসন, বেন ফোকস, টম কোহলার-ক্যাডমোর, ডেভিড ভিসা, নাথান রিমিংটন, ব্রাইডন কার্স, এড বার্নার্ড, জন সিম্পসন।

কোচঃ ড্যারেন লেহম্যান

ওভাল ইনভিন্সিবলসঃ
১৫ সদস্যের স্কোয়াডঃ স্যাম কারেন, সুনীল নারাইন, জেসন রয়, স্যাম বিলিংস, স্বন্দ্বীপ আমিছানে, রাইলি রুশো, টম কারেন, রিছ টপলে, হার্দুস ভিলজিওন, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যালেক্স ব্লেক, উইল জ্যাকস, ক্রিস উড, নাথান সোওটার, লরি এভান্স।

কোচঃ টম মুডি

সাউদার্ন ব্রেভঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ জফরা আর্চার, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, লিয়াম ডসন, জেমস ভিন্স, শাদাব খান, ক্রিস জর্দান, তাইমাল মিলস, রস হুইটলি, ডেলরে রলিন্স, ওলি পোপ, জর্জ গার্টন, অ্যালেক্স ড্যাভিস, ম্যাক্স ওয়ালার, ক্রেইগ ওভারটন।

কোচঃ মাহেলা জয়াবর্ধনে

ট্রেন্ট রকেটসঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ জো রুট, রাশিদ খান, ডি’অর্চি শর্ট, লুইস গ্রেগরি, অ্যালেক্স হেলস, নাথান কোল্টার-নিল, হ্যারি গার্নি, স্টিভেন মুলানি, ম্যাথু কার্টার, লুক উড, টম মুরস, ডেভিড মালান, বেন কক্স, লুক ফ্লেচার, লুক রাইট।

কোচঃ স্টিফেন ফ্লেমিং

ওয়েলশ ফায়ারঃ

১৫ সদস্যের স্কোয়াডঃ জনি বেয়ারস্টো, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, কলিন ইনগ্রাম, টম ব্যান্টন, বেন ডাকেট, রবি রামপাল, সাইমন হারমার, কায়েস আহমেদ, লিয়াম প্ল্যাংকেট, রায়ান টেন ডোশাটে, ডেভিড পেইন, রায়ান হিগিন্স, ড্যানি ব্রিগস, লিউস ডু প্লয়।

কোচঃ গ্যারি কারস্টেন

আজকের বাজার/আরিফ