২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমন খানকে দোষী সাব্যস্ত করল জোধপুরের আদালত। ৫ বছরের কারাদণ্ডে পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, ৫ বছরের জেল হওয়ায় নিম্ন আদালত থেকে আর জামিন নিতে পারবেন না সালমান। তাই যোধপুর সেন্ট্রাল জেলে তাকে রাত কাটাতে হতে পারে।
এদিকে অন্য একটি সম্ভাবনাও দেখা দিচ্ছে। আজই যদি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাজস্থান হাই কোর্টে বা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন জানান তারকা, তাহলে এই পরিস্থিতি এড়াতে পারেন তিনি।
তবে আদালতের কাজের সময়সীমার মধ্যে এই আবেদন করতে হবে। এবং তার মধ্যেই কাজ শেষ হতে হবে। নইলে জেলে অন্তত একরাত কাটাতে হবে সালমানকে।
বলিউড সূত্রের খবর, এই মুহূর্তে সালমানের উপর এক হাজার কোটিরও বেশি লগ্নি রয়েছে। তার সাজা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল এই ফিল্মগুলির ভবিষ্যৎ।
এস/