বেশ কিছু দিন থেকেই অসুস্থ বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ভর্তি হয়েছেন মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে।
গত কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর নিয়মিত চেকআপ চলছিল। পরে অসুস্থতা বেড়ে যাওয়ায় গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্বাসপ্রশ্বাসজনিত অসুখে ভুগছেন বিপাশা। বেশ কিছু দিন ধরেই অসুস্থ তিনি। মুম্বাইয়ের ওই হাসপাতালের চিকিৎসকরা বিপাশার চিকিৎসা করছিলেন। কিন্তু বিপাশার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে কিছু দিন আগে শোনা গিয়েছিল বিপাশা নাকি গর্ভবতী। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল নীল পোশাক পরিহিত বিপাশাকে। অনেকের মধ্যে গুঞ্জন শোনা যায়, ওই ছবিতে বিপাশাকে গভবর্তী অবস্থায় দেখা গেছে। তবে পরে জানা যায় সেটি গুজব ছিল।
আরজেড/