প্রতিটি সুপারহিরোর থাকে অরিজিন বা ক্ষমতাধর হয়ে ওঠার গল্প। বাংলাদেশি সুপারহিরোইন ‘বিজলী’ তার ব্যতিক্রম নয়। সে গল্পের জন্য ছুটতে হয় অতীতে, যা বর্তমানে এসেও হানা দেয়।
সম্প্রতি প্রকাশিত ‘বিজলী’র ট্রেলারে তেমনটা দেখা গেল। এর আগে প্রকাশিত টিজারে গল্পের চম্বুক অংশ ওঠে আসে। এবার জানা গেল, বিজলী হয়ে ওঠার গল্প।
‘বিজলী’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। আর প্রযোজনা করেছেন সিনেমাটির নায়িকা ববি। এটি ববস্টার ফিল্মসের প্রথম নির্মাণ। সিনেমায় ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর।
পাশাপাশি নতুন লুকে হাজির হয়েছেন আনিসুর রহমান মিলন, জাহিদ হাসান, টাইগার রবি ও শতাব্দী রায়সহ অনেকে। আরো আছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর।
বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডে ধারণকৃত ‘বিজলী’ একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩০ মার্চ। পয়লা বৈশাখকে সামনে রেখে দেশব্যাপী মুক্তি পাবে ১৩ এপ্রিল।
এস/