যে কোনো উপায়ে দেশের শিশু শ্রম বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
রোববার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্মশালায় তিনি আরও বলেন, প্রয়োজনে শিশুদের বাবা-মা ও পরিবারকে ঋণ দিয়ে সচ্ছল করে তাদের উজ্জল ভবিষ্যৎ গড়ার জন্য স্কুলে পাঠানো হবে। এটি একটি মেঘা প্রকল্প, এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় জরিপ চালিয়ে শিশু শ্রমিকদের খুঁজে বের করে তা বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।
এ সময় মুজিবুল হক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাংসা করেন। নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য উপমন্ত্রী আরিফ খান জয় উপমন্ত্রী, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহা পরিচালক মো. সামছুজ্জামান ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মী, বিভিন্ন এনজিও কর্মী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়রসহ বিভিন্ন সংস্থার উন্নয়ন কর্মীরা অংশ গ্রহণ করেন। সবশেষে তিন জন শ্রমিককে নগদ ৩৫ হাজার টাকা করে চেক দেয়া হয়।
আজকের বাজার/আরআইএস