যে কোনো সময় পরমাণু যুদ্ধ বাধতে পারে : জাতিসংঘে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেছেন, কোরিয় উপদ্বীপে যে কোনো সময় পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটিতে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কিম ইন-রিয়ং বলেন, পরমাণু যুদ্ধের প্রান্তসীমায় পৌঁছে গেছে কোরিয় উপদ্বীপ এবং যে কোনো সময় এ যুদ্ধ বেঁধে যেতে পারে।

তিনি আরও বলেন, পরমাণু যুদ্ধের চরম হুমকির মুখে পড়েছে বিশ্বে এরকম একমাত্র দেশ হলো উত্তর কোরিয়া।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, উত্তর কোরিয়ার নেতাকে ক্ষমতা থেকে সরানোর জন্য গোপন পরিকল্পনা করছে ওয়াশিংটন। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ভাণ্ডার কেবলমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহার হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া এ কর্মসূচি থেকে সরে আসবে না বা কোনো কিছুর বিনিময়ে এটি বন্ধ করা হবে না।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৭ অক্টোবর ২০১৭