বর্ষবরণের মাস বা বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের শুরুতেই বাঙালি হৃদয়ে জন্ম নেয় নতুন নতুন সপ্নের। আর সপ্নগুলো বাস্তবায়ন করতে নতুনত্বের সাজে বেরিয়ে পড়ে বিনোদন প্রেমিকেরা। সেই দৌড়ের সাথে তাল মিলিয়ে পিছিয়ে থাকেনা ছোট-বড় অডিও-ভিডিও প্র্র্রোযজনা প্রতিষ্ঠানগুলোও। এবার বাংলা নববর্ষের ১৪২৫ শতকে এসে বিনোদন প্রেমিকদের হৃদয় তৃপ্তি এনে দিতে ‘মন পাখি’ নামে এক রসালো প্রেমের গল্প নিয়ে এসেছে মিউজিক ভিডিও প্রকাশনী সিএমসি মিউজিক।
“মন পাখি” শিরোনামে এই ভিডিওটি নির্মান করেন রবিউল ইসলাম শুভ। ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন প্রীতম রয় ও তানিয়া সুলতানা ওরনি।
“মন পাখি” গানটির কথা লিখেছেন নির্মাতা রবিউল ইসলাম শুভ।। সুর করেছেন সঙ্গীত শিল্পী মাসুম। সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
“মন পাখি” গান ও ভিডিওটি সকল শ্রোতা দর্শকদের দেখার ও শোনার জন্য নিচে ভিডিওটি দেয়া হলো।
https://youtu.be/HyzT_9fGo4I
আজকের বাজার/ এমএইচ