এবারের বিশ্বকাপে আগেই নেমে গেছে বড় বড় দলগুলোর পতাকা। তবে বড় দলগুলোর মধ্যে অন্যতম দল আর্জেন্টিনা ও জার্মানির হারের কষ্ট টা না মানার মতই।
শুধু মাঠের খেলোয়ারদের মধ্যেই কষ্ট নয় মাঠের বাইরে হাটে বাজারেও রয়েছে আর্জেন্টিনা ও জার্মানি ভক্তদরে চাপা কষ্ট।
কেউ ফেসবুক লাইভে কেউবা আড়ালেই কেঁদে চলেছে। তবে এত হাহাকার ও কষ্টের মধ্যেও নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামছে সুইডেন। সেই সাথে রাত রাত ১২টা মাঠে নামছে ইংল্যান্ড ও কলম্বিয়া।
সুইডেন-সুইজারল্যান্ড সরাসরি, রাত ৮টা। দেখতে পাবেন মাছরাঙা, সনি ইএসপিএন।
ইংল্যান্ড ও কলম্বিয়া সরাসরি, রাত ১২টা। দেখতে পাবেন মাছরাঙা, সনি ইএসপিএন।
আজকের বাজার/আরআইএস