বিশ্বাস না জন্মালে হয় না ভালোবাসা। ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করা তাই আপনার প্রথম কাজ। সঙ্গীর ভালোমন্দ খোঁজ নেয়ার পাশাপাশি তার দ্বারা আপনি কোনো বিপদে পড়তে পারেন।
খেয়াল করুন এই বিষয়গুলো। তাহলে বুঝতে পারবেন আপনার সঙ্গীর প্রতারণা।
জবাবদিহি
অনেক সময় অতিরিক্ত খোঁজখবর, অতিরিক্ত কেয়ার সম্পর্ক নষ্টের জন্য দায়ী। প্রতিটি কাজের জবাবদিহি যদি তাকে দিতে হয় তাহলেও তার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। প্রতিটি মানুষের নিজস্ব কিছু চিন্তা, কিছু বৈশিষ্ট্য আছে, তা পরিবর্তন করে কোনো সম্পর্ক তৈরি হলেও বেশি দিন সেটি টিকে থাকে না।
প্রয়োজনে পাশে থাকে না
ভুল মানুষকে ভালোবাসার এটাও একটা চিহ্ন হতে পারে। প্রয়োজনের সময় প্রতিটি মানুষই তার আপনজনের কাছ থেকে সহযোগিতা কামনা করে। তারা চায়, ভালোবাসার মানুষটি তার আবেগকে প্রাধান্য দিক এবং তাকে মূল্যায়ন করুক। সে সব সময় ভালোবাসার সঙ্গ পেতে পছন্দ করে। কিন্তু প্রতারকরা নানা অজুহাতে আপনাকে এড়িয়ে যাবে।
আবেগের বহিঃপ্রকাশ নেই
প্রতারক সঙ্গীরা কখনোই আবেগের আদান-প্রদান করেন না বা তারা অন্যের আবেগকে খুব একটা প্রাধান্যও দেন না। তাই যতটা সম্ভব এসব ব্যক্তিদের কাছ থেকে নিজেকে দূরে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, আনন্দ, দুঃখ কখনো ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করতে না পারলে সুখে থাকা যায় না।
সময়ের মূল্য নেই
প্রত্যেকের কাছেই তার সময়ের মূল্য অনেক বেশি। কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে যদি প্রতারক হয়, তাহলে আপনার সময়ের মূল্য সে কোনোদিন বুঝবে না। তাই দেরি না করে এ ধরনের সম্পর্ক থেকে সরে আসুন। কেননা প্রত্যেকের উচিত তার ভালাবাসার মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং তার সময়ের মূল্য দেয়া। এটাই সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখে।
ভালোবাসার কথা বলে না
সঙ্গী যদি আপনার প্রতি কোন ভালোবাসাই না দেখায় তাহলে আপনি কার জন্য অপেক্ষা করছেন? এক্ষেত্রে তাকে ছেড়ে দেয়াই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত কোনো কিছুই এমনকি ভালোবাসাও ভালো নয়। সম্পর্কে সব সময় কেয়ার করা ভালো, তা ঠিক নয়।
আজকের বাজার/আরআইএস