যোগগুরু রামদেবের মূর্তি বসছে মাদাম তুসোর মিউজিয়ামে

লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামে এবার যোগগুরু বাবা রামদেবের মূর্তি বসতে চলেছে।

এ বিষয়ে যোগগুরু বলেন, জনপ্রিয় এই মিউজিয়ামে মূর্তি বসলে যোগ চর্চার জন্য সারা বিশ্বের মানুষ উৎসাহী হবেন।

এই মিউজিয়ামে আগে বসেছে অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকার, শাহরুখ খানসহ বহু বিশিষ্ট ব্যক্তির মোমের মূর্তি। এই খবরে পতঞ্জলি ঘিরে খুশির হাওয়া।

আজকের বাজার/একেএ