যোগ ব্যায়াম তরুণদের মাদক থেকে দূরে রাখবে বলে মনে করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার(২৩ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আনন্দম ইনস্টিটিউট অব যোগ আয়ুর্বেদ এন্ড যৌগিক হসপিটাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, দেহ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। যোগ অনুশীলনে মানুষ পাপমুক্ত থাকে। নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে প্রাণের শক্তি সঞ্চারিত হয়, সমাজের পাপাচার, মাদক, হানাহানি থেকে দুরে থাকা যায়।
তিনি বলেন, শরীর ও মন সুস্থ না থাকলে ধর্ম, কর্ম, ইহলোকিকতা কোন পথই ঠিক মত চলে না। সকলকে যোগাভ্যাস গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়টিকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আনার উদ্যোগ সরকার নিবে।
মন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়ে শরীরচর্চার ব্যবস্থা রয়েছে কিনা তা মনিটরিং করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নিজস্ব মাঠের ব্যবস্থা করবে।
শামসুর রহমান শরীফ সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরজেড/