যৌথ উদ্যোগে জাহাজ নির্মাণে শালিমার ওয়ার্কস ও বাংলাদেশ শিপিং

জাহাজ উৎপাদনকারী ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা শালিমার ওয়ার্কসের সঙ্গে একজোট হয়ে একটি আলাদা উৎপাদন ইউনিট খুলতে চায় বাংলাদেশ। স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি) গড়ে সেই কাজ করা হবে বলে জানান পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র।

গেল শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর, যা মূলত ১০০ কোটি টাকার সংস্থা, সঙ্গে ওই এসপিভি গড়ছে শালিমার। এই বিষয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখানে যুদ্ধ জাহাজ নয়, তৈরি হবে সাধারণ নাগরিকদের জন্য জলযান। তবে কত টাকা বিনিয়োগ হবে, তা নিয়ে মন্তব্য করতে চাননি অমিত মিত্র। তিনি বলেন,এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রকল্পটির বিষয়ে ছাড়পত্র দিয়েছে।

আজকের বাজার: এলকে/ ১৯ ডিসেম্বর ২০১৭