অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ১৯ থেকে ২০ নভেম্বর বাংলাদেশ তুরস্ক যৌথ কমিশনের পঞ্চম বৈঠকে যোগ দিতে আঙ্কারার উদ্দেশ্যে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অর্থমন্ত্রী ২১ নভেম্বর আঙ্কারায় তুরস্ক বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহম্মেদ মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
মন্ত্রী ২৪ নভেম্বর কলকাতা হয়ে ঢাকায় ফিরবেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ