যৌন নির্যাতন: ক্যাথলিক কার্ডিনালের বিচার শুরু

ভ্যাটিকানের কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত।

মঙ্গলবার মামলার শুনানিতে আদালতের বিচারক জর্জ পেল জানিয়েছেন, তার বিরুদ্ধে বিচার কাজ চালানোর জন্য আদালতের কাছে যথেষ্ট প্রমাণ আছে।

এর আগে একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত বছরের জুনে ৭৬ বছর বয়সী কার্ডিনাল পেলকে গ্রেপ্তার করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশ। তবে আদালতে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেন তিনি।

পোপ ফ্রান্সিসের সহযোগী কার্ডিনাল পেল অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠতম ক্যাথলিক এবং ভ্যাটিকানের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি।

আরজেড/