যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অন্যতম শীর্ষ নেতা স্টিভ উইন। তিনি ক্যাসিনো মোঘল নামে পরিচত। রোববার ২৮জানুয়ারি বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগের মুখে রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থনীতি বিষয়ক চেয়ারম্যান স্টিভ উইন পদত্যাগ করেছেন।
এর আগে গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর-বয়সী স্টিভ উইন মেসেজ থেরাপিস্টদের যৌন হয়রানি করতেন এবং একজনকে তার সঙ্গে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করেন।
ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে আরও বলা হয়, তারা ডজন-খানেক লোকের সাক্ষাৎকার নিয়েছে যারা স্টিভ উইনের সঙ্গে কাজ করেছেন। তাদের বক্তব্যে উইনের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ এসেছে। প্রায়ই উইন তার ব্যক্তিগত অফিসে মেসেজ থেরাপিস্টদের হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে।
উইন অবশ্য কোনো ধরনের অসদাচরণের অভিযোগ অস্বীকার করে এ গুলোকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
এদিকে, উইনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকড্যানিয়েল।
তবে, উইন তাঁর ভাষায় এসব ‘অপবাদ’ তৈরির জন্য তার প্রাক্তন স্ত্রীকে দোষারোপ করেছেন।
আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮