যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

হলিউড দিয়ে শুরু। কিন্তু যৌন হেনস্থা ‘মি টু’ ক্যাম্পেইন শুরু হওয়ার পর তাতে যোগ দেয় বলিউডও। ফলে বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন রাধিকা আপতে, বিদ্যা বালানের মত অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যোগ হল ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন এক সময় ঐশ্বরিয়াকে কাছে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকী ঐশ্বরিয়াকে পেতে হলে বেশ বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতেও রাজি হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রাই সুন্দরীকে কখনো বাগে আনতে পারেননি হার্ভে ওয়েইনস্টেইন।

ঐশ্বরিয়ার সে সময়ের ট্যালেন্ট ম্যানেজার সাইমন শেফিল্ড বলেন, রাই সুন্দরীকে কাছে পেতে এক সময় পাগলের মত ব্যবহার করতেন হার্ভে ওয়েইনস্টেইন। কী করলে ঐশ্বরিয়াকে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাব সাইমন বলেন, হার্ভে হাজার চেষ্টা করলেও কিছুতেই রাই-কে পাবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি।

হার্ভের ওই বিষয়ের পর এবার ‘মি টু’ ক্যাম্পেইন নিয়ে মুখ খুললেন রাই। তিনি বলেন, নারীদের যাতে কোনোভাবে যৌন হেনস্থার মত ঘটনার সম্মুখীন না হতে হয়, তার জন্য আরো বেশি করে সচেতনতা ছড়ানোর প্রয়োজন।

ঐশ্বরিয়া বলেন, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি জাত যৌন হেনস্থা নিয়ে সমাজের প্রতিটি মানুষ সরব হন।

এস/