সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানি গায়ক-অভিনেতা আলী জাফরের বিরুদ্ধে। যা নিয়ে প্রথমে সোচ্চার না হলেও, এবার আইনি নোটিশ পাঠালেন পাকিস্তানি অভিনেতা।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানি গায়িকা মিশা সফিকে আইনি নোটিশ পাঠিয়েছেন আলী জাফর। যেখানে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যদিও আলী জাফরের কোনো আইনি নোটিশ হাতে পাননি বলে দাবি করেছেন মিশা সফির আইনজীবী। যে কোনো ধরনের নোটিশ পেলে, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ, হলিউডের নামি প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন যৌন হেনস্থা করেছেন বলে সম্প্রতি তার বিরুদ্ধে সরব হন একের পর এক অভিনেত্রী। সেই থেকে শুরু। এরপর ‘মি টু’ ক্যাম্পেইনে সামিল হন সারা বিশ্বের অভিনেত্রীরা।
এবার সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তানি গায়িকা মিশা সফির নাম। আর সেখানেই ওই গায়িকা দাবি করেন, আলী জাফর তাকে যৌন হেনস্থা করেছেন। এর কয়েক দিনের মধ্যে আরো কয়েকজন আলী জাফরের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপরই মিশার নামে নোটিশ পাঠালেন।
এস/