ঢাকার শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' নামের একটি সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে সোমবার দুপুর ১২টায় এ মানববন্ধন হয়।
গতকাল ঢাকার শ্যামলীতে ভিসার কাজে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। পরে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাওন (২২) ও সুমি দুজনই ফুটপাতের দোকানি।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ভিসার কাজে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীতে যায়। এ সময় পাশের দোকানদার শাওন তার সঙ্গে অশোভন আচরণ করে। এসময় ওই ছাত্রী প্রতিবাদ করলে পাশের পান দোকানদার সুমি শাওনের সঙ্গে মিলে তাকে মারধর করে।
ওই ঘটনার পর ওই ছাত্রী থানায় যৌন হয়রানির অভিযোগ করলে পুলিশ গিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।
তবে তার অভিযোগ এখন মামলা হিসেবে গণ্য হবে।
নাঈম/আরএম