আগে থেকেই যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে বিখ্যাত সব তারকারা। চলমান প্রতিবাদ আন্দোলনে রূপ নিয়েছে।
এবার সেই আন্দোলনের ছুয়াঁ লেগেছে ব্রিটেনেও। দেশটির একাধিক অভিনেত্রী সোচ্চার হয়ে উঠেছেন। লজ্জা কিংবা ক্যারিয়ারের কথা চিন্তা করে যা এতদিন প্রকাশ করতে পারেনি, তা আজ প্রকাশ করছে সবার সম্মুখে। জোটবদ্ধ হয়েছেন যৌন হয়রানি বন্ধে।
একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৯০ ব্রিটিশ অভিনেত্রী। এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারাও স্বাক্ষর করেছেন।
তারা যৌন হয়রানির শিকার নারীদের সাহায্যের জন্য তহবিল গঠনের উদ্দেগ নিয়েছে। ইতি মধ্যে এক মিলিয়ন ডলার দিয়েছেন এমা ওয়াটসন।
উল্লেখ্য, রোববার রাতে লন্ডনে বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ড আসর। যৌন হয়রানির প্রতিবাদ জানাতে পূর্বের মতোই লাল গালিচায় কালো পোশাক পরে আসবেন তারকারা।
আজকের বাজার : আরজেড/আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮