২০০৪ সালে ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক বাস্কেটবল কোচ আন্দ্রে কনস্ট্যান্ড তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেই অভিযোগে টেম্বল দাবি করেন, তিনি সাবেক বন্ধু কসবির বাড়িতে গেলে তাকে চেতনা নাশক খাইয়ে যৌন নিপীড়ন চালানো হয়।
আশির দশকে 'দ্য কসবি শো' সিরিজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান কসবি।
গত পাঁচ দশকে অন্তত ৬০ জন নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।
রাসেল/