রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুরের দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে  ২ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

রোববার, ১১ মার্চ ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আদর্শপাড়া এলাকায় যাত্রীবাসী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এসআই মোয়াজ্জেম জানান, মরদেহগুলো ফাঁড়িতে আছে। তাদের পরিচয় জানতে চেষ্টা চলছে।

আরএম/