রংপুরের কাউনিয়ার রাজেন্দ্রপুরে কালোবাজারে বিক্রির জন্য বস্তা বদল করার সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)’র ২ হাজার ৭৯০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান বৃহস্পতিবার বিকেলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় থাকা ২ হাজার ৭৯০ বস্তা চাল গোডাউন থেকে তুলে রাজেন্দ্রপুরের একটি চাতালে নিয়ে গিয়ে বস্তা বদল করার করতে থাকে স্থানীয় বালারহাট ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম। সরকারি বস্তা বদল করে অন্য বস্তায় ঢুকিয়ে সেখান থেকে সেগুলো কালোবাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সমুদয় চালসহ যুবলীগ নেতা ও ইউপি মেম্বার আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।সূত্র:যমুনা টিভি