বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে শক্তিশালী রংপুর রাইডার্স।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেয়া ১৮২ রানের টার্গেট ৩ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় রংপুর রাইডার্স।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩৫ বলে ৩টি ছক্কা ও ২টি চারে সাজানো তার ইনিংসটি।
এছাড়া ডেভিড ওয়াইজে মাত্র ১৫ বলে ২টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৫ রানে অপরাজিত থাকেন। ব্রেন্ডন টেইলর ২০ বলে ৩২ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে করেন ২৯ রান।
রংপুরের হয়ে ফরহাদ রেজা ৪ ওভারে ৩২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মাশরাফি ও গেইল ১টি করে উইকেট লাভ করেন।
১৮২ রানের টার্গেট রংপুরের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে কতটা নিরাপদ তা দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা।
জবাব দিতে নেমে গেইল, ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস ও রাইলে রুশোর মতো অতি দানবীয় ব্যাটসম্যানরা খুলনার বোলারদের ওপর স্টিম রোলার চালান।
গেইল ৪০ বলে ৫টি ছক্কা ও ২টি চারে ৫৫, হেলস ২৯ বলে ৩টি ছক্কা ও ৮টি চারে ৫৫, ভিলিয়ার্স ২৫ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৪১ এবং রুশো ৩ বলে ১টি ছক্কার সাহায্যে ১০ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
খুলনার পক্ষে ইয়াসির শাহ ২টি এবং রিয়াদ ও জুনায়েদ খান ১টি করে উইকেট লাভ করেন।
৮ ম্যাচে ৪টিতে জয় ও সমান ম্যাচে পরাজয় বরণ করা রংপুর রাইডার্সের পয়েন্ট তালিকায় অবস্থান তিন নম্বরে। অন্যদিকে ৮ ম্যাচের মাত্র ১টিতে জয় পাওয়া খুলনা রয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।
আজকের বাজার/এমএইচ