রংপুরের তরুন ট্রাকে চড়ে ভারতে গিয়ে আটক

রংপুরের এক স্কুল পড়ুয়া তরুন বাবা-মা কে না জানিয়ে একটি পাথরবাহী ট্রাকে পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছে।

রাজ্যের রাজধানী লাগোয়া হাওড়া জেলার লিলুয়া স্টেশনের সামনে থেকে ওই বালককে উদ্ধার করে স্থানীয় পুলিশ এবং থানায় নিয়ে যায়। বাবু মিয়া নামে ওই বালক রংপুর জেলার মহাজাতপুর-তেলি পড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

বেলুড় থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই যুবককে শনিবার সন্ধ্যায় লিলুয়া স্টেশনের সামনে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে বাবু মিয়া বাংলাদেশ থেকে এসেছে বলে জানায়। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় থানায়।

১৮ বছরের কম বয়স হওয়া তার বিরুদ্ধে কোনও অনুপ্রবেশের মামলা হয়নি। তাকে বাংলাদেশ উপ দূতাবাসের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

এদিকে আজ রবিবার (২২ জুলাই) সাংবাদিকদের কাছে বাবু নিজের পরিচয় জানাতে গিয়ে বলে, তার বাবা একজন দিনমজুর। ক’দিন আগে রংপুর থেকে সে ভারত গামী পাথরের ট্রাকে উঠে পড়েছিল। সেই ট্রাক তাকে সীমান্তে এপার অর্থাৎ ভারতের পৌঁছে দেয়। সেখান থেকে কলকাতা গামী ট্রেনে উঠে পড়ে।

তবে চালকের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। কিংবা চালক তাকে নির্দিষ্ট কোনও জায়গাতেও পৌঁছেও দেয়নি। পুলিশ মনে করছে, কোনও কারণে পরিবারের সঙ্গে অভিমানের কারণেই বাড়িতে না বলে বাবু মিয়া এরকম কাণ্ড ঘটিয়েছে।

আজকের বাজার/আরআইএস