রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট নিয়ে ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এমন সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।’
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে এই সন্তুষ্টির কথা জানান তিনি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের নির্বাচনের পরিস্থিতি দেখেন ইসি।
নির্বাচনে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপি যে দাবি করেছে সে ব্যাপারেও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। কেননা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে।
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলেন। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি হয়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।
এক প্রশ্নে জবাবে সিইসি বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহার সম্ভব হবে না। আমরা প্রস্তুত রেখে যাব, পরবর্তীতে বাস্তবায়ন হবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরীসহ ইসির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আজকের বাজার: এলকে/ ২১ ডিসেম্বর ২০১৭