জেলার পীরগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।
আজ শনিবার দুপুরে ডিআইজি হাবিবুর রহমান জেলার পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পনের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ, সহকারি পুলিশ সুপার (সার্কেল-ডি) কামরুজ্জামান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে, শনিবার দুপুরে জেলার পীরগঞ্জের লালদীঘির ফতেপুরের জয় সদনে পৌঁছেন ডিআইজি হাবিবুর রহমান। এ সময় প্রয়াত বিজ্ঞানীর ভাজিতা ও রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমসহ আরও অনেকে ডিআইজি’কে স্বাগত জানান।
এছাড়াও ডিআইজি হাবিবুর রহমান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদারবাড়ী ও মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি পরিদর্শন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান