রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় আজ ২৪ জুন শনিবার ভোর ৫টার দিকে একটি ট্রাক উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। ট্রাকের ছাদে চড়ে ঈদ করতে গাজীপুর থেকে বাড়ি যাচ্ছিলেন তারা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাজীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ওই ট্রাকে নিম্ন আয়ের বেশ কয়েকজন মানুষও ছিল; গাজীপুর থেকে বাড়ি যাচ্ছিলেন তারা।
তিনি আরও জানান, কলাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ছাদে থাকা মানুষ পড়ে গিয়ে সিমেন্টের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই নিহত হয়েছে ১১ জন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বদরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান বলেন, নিহতদের মধ্যে ৩ জন নারী। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহত ব্যক্তিরা বেশির ভাগই পোশাকশ্রমিক। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭