রংপুরে ইভিএম কেন্দ্রে লাঙ্গলের জয়

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা একমাত্র কেন্দ্রের ফল পাওয়া গেছে। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম।

সিটি নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে দুই হাজার ৫৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫২ জন ভোট দিয়েছেন।

ওই কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙল প্রতীক ৬৭৪টি, নৌকা ৩৩৪টি এবং ধানের শীষ প্রতীক ১১৭টি ভোট পেয়েছে। রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলকভাবে রংপুরের ওই একটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন।

আজকের বাজার: এলকে/ ২১ ডিসেম্বর ২০১৭