বৃহস্পতিবার,২১ ডিসেম্বর সকাল ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের শুরু থেকেই নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে । সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটারদের তেমন ভিড় দেখা যায়নি। তবে যারাই ভোট দিয়েছেন তারাই ইভিএম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম দুলাল জানান, এই কেন্দ্রে ইভিএমে ভোট চলছে। এ বিষয়ে আগেই ভোটারদের হাতে-কলমে শেখানো হয়েছে।
তিনি জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা দুই হাজার ৫৯ জন। ছয়টি বুথে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭