রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে সিল মেরেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যম কর্মীদেরকেও কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবারের ভোটে সেখানে জিতেছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। আর বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা হয়েছেন তৃতীয়।
এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে দাবি করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিককালের সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে রংপুরে। ১৯৩টি কেন্দ্রের কোথাও কোনো গোলযোগ বা জালভোটের অভিযোগ পাওয়া যায়নি।
রংপুরে সূক্ষ্ম কারচুপির হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘গতকাল রংপুরে কী হয়েছে আমরা কি তা জানি না?’।
রিজভী বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারেনি।’
ভোট শুরুর পর থেকে শেষ পর্যন্ত আওয়ামী ও মহাজোটের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নিয়ে ভোট দিয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতা। তার অভিযোগ, সাংবাদিকদের অনেক কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে এবং এ কারণেই তারা এসব চিত্র তুলে ধরতে পারেনি।
শুক্রবার ২২ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন রিজভী। বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পত্রিকা খুলে দেয়ার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে আমার দেশ পরিবার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সৌদি আরবে সম্পদ অর্জন এবং অর্খপাচারের অভিযোগ করায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন রিজভী। এই ঘটনায় খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া উকিল নোটিশে ক্ষমা চাওয়ার যে দাবি জানানো হয়েছে, তার পূরণ না হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকিও দেন রিজভী।
‘আপনি (প্রধানমন্ত্রী) বললেন বেগম খালেদা জিয়ার সৌদি আরবে হোটেলসহ অনেক কিছু আছে তার প্রমাণ কই? দিতে পারবেন না। গায়ের জোরে মূর্খের অহংকার নিয়ে আপনি মিথ্যাচার করছেন।’
মিথ্যা মামলায় প্রতি সপ্তাহে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে দাবি করে বিএনপি নেতা বলেন, সপ্তাহে দুই দিন তিন দিন তাকে (খালেদা জিয়া) হাজিরা দিতে কোর্টের বারান্দায় নেয়া হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে কোন কর্মকর্তার নির্দেশ যায় আদালতে, এগুলোও আমরা জানি।’
‘আমরা কোন কিছুই কিন্তু আন রেজিস্ট্রার্ড রাখছি না, সব রেজিস্ট্রার্ড থাকছে। আপনার (প্রধানমন্ত্রী) দানবীয় কর্মকাণ্ডের প্রতিটি অক্ষর আমাদের কাছে লিপিবদ্ধ আছে।’
আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাংবাদিক শওকত মাহমুদ, এম আবদুল্লাহ, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।
আজকের বাজার: এলকে/ ২২ ডিসেম্বর ২০১৭