রংপুরে নগরীর সব প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
ডা. আব্দুল হাইয়ের মুক্তির দাবিতে রোববার (৩ জুন) থেকে ধর্মঘটের ডাক দেয় তারা। ধর্মঘটকে সমর্থন দিয়ে রংপুরের চিকিৎসকরাও তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
স্থানীয়রা জানান, শনিবার (৩ জুন) রংপুর নগরীর ধাপ এলাকায় সেন্ট্রাল প্রাইভেট ক্লিনিকে সিয়াম নামে ছয় বছরের এক শিশুর শরীরে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া পুশ করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল হাই। অ্যানেসথেসিয়া দেওয়ার কিছুক্ষণ পরই ওই শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা রেজ্জাকুল ইসলাম ডা. আব্দুল হাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ডা. আব্দুল হাইকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ডা. হাইয়ের মুক্তির দাবিতে রবিবার দুপুর থেকে ধর্মঘট পালন করছেন স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোর মালিক ও চিকিৎসকরা।
রংপুর জেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান কয়েল অভিযোগ করেন, ‘শিশু সিয়ামের মৃত্যুর জন্য ডা. আব্দুল হাই দায়ী নন। তারপরও কোনও অভিযোগ ছাড়াই কোতোয়ালি থানা পুলিশ তাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। অথচ যারা ক্লিনিক ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মুখতারুল ইসলাম বলেন, ‘শনিবার শিশু সিয়াম মারা যাওয়ার ঘটনায় তার বাবা রেজ্জাকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ডা. আব্দুল হাইকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ’
আরজেড/ সালাম