রংপুরে এক গৃহকর্মীকে ধর্ষণের মামলায় গৃহকর্তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম আসাদুল হক (৩০)। তিনি জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিগোপালপুর বান্দেরপাড়ার আলেফ উদ্দিনের ছেলে।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হোসাইন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাকে দুই লাখ টাকা জরিমানা করেছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রফিক হাছনাইন জানান।
এছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির পিতার স্বীকৃতি দেওয়ার আদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে শিশুটির ২১ বছর বয়স পর্যন্ত তার ব্যয় রাষ্ট্র বহন করবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান পিপি।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, শাল্টিগোপালপুর বান্দেরপাড়া গ্রামের রিকশাচালকের ১৫ বছর বয়সী মেয়ে প্রতিবেশী আলেফ উদ্দিনের বাড়িতে কাজ করত। গৃহকর্তার ছেলে আসাদুল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।
এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়লে আসাদুলকে বিয়ের জন্য চাপ দেন। বিয়েতে রাজি না হওয়ায় মেয়েটি বাদী হয়ে ২০০৭ সালে ৩ জুন আসাদুল ও তার বাবা আলেফ উদ্দিনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২২ ডিসেম্বর আসাদুলের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার কয়েকদিন পর একটি ছেলের জন্ম দেন তিনি। পরে অন্যত্র বিয়ে হয় তার।
এদিকে মামলার পর আসাদুলকে গ্রেপ্তার করে পুলিশ। দুই বছর কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে তিনি অন্যত্র বিয়ে করেন।
আজকের বাজার/একেএ/