রংপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) ভোরে পৌরশহরের শাহাপুর মিস্ত্রীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রোকসানা বেগম (২৬)। রোকসানা বেগম মিস্ত্রীপাড়া মহল্লার ওসমান গনির মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোকসানা বেগমের স্বামী তাকে পরিত্যাগ করার পর থেকে বাড়িতে তিনি একাই থাকতেন। কি কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে রোকসানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।

আজকের বাজার/একেএ