মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত মনীষা আক্তার দিনাজপুর জেলার মকবুল হোসেনের মেয়ে।
রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ জানান, ডেঙ্গু আক্রান্ত মনীষাকে গত ২৬ আগস্ট প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকরা তার অভিভাবককে রমেকে রেফার্ড (স্থানান্তর) করার পরামর্শ দেন। ওইদিনই মকবুল তার মেয়েকে রমেক হাসপাতালে নিয়ে আসেন।খবর ইউএনবি।
ডা. সুলতান বলেন, ‘মনীষাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল। যেখানে বৃহস্পতিবার ভোর চারটার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’
আজকের বাজার/লুৎফর রহমান