রংপুরে ডেঙ্গু রোগে যুবকের মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার মধ্যরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত মাহতাব উদ্দিনের (২৪) বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইদুজ্জামান জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহতাব। কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল জানিয়ে ওই চিকিৎসক বলেন, কিন্তু সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ডা. সাইদুজ্জামান।