রংপুর শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৪ বাস যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) ওসি শরিফুল ইসলাম জানান, সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে রবিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি পাবলিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়।
তবে, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ