রংপুরের পীরগঞ্জ এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে দুই বাসের প্রতিযোগিতায় একটি খাদে পড়ে দুজন নিহত এবং অন্তত ৩০জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার খেদমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাস যাত্রীদের একজন খয়দার আলী এবং অপরজন শুকুমার রায় বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বড়দর্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ইউনাইটেড এক্সপ্রেসের একটি বাস ঢাকাগামী অপর একটি বাসকে প্রতিযোগিতামূলকভাবে পাশ কাটাতে যেয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই খয়দার আলী নামে একজন নিহত এবং ৩১জন আহত হয়।
হতাহতদের হাসপাতালে নেয়ার পথে সুকুমার রায় নামে অপর একজনের মৃত্যু হয় বলে জানান, মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, অন্য আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ