রংপুরের বদরগঞ্জে একটি নদী থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ জুলাই) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের যমুনেশ্বরি নদীর নাগেরহাট ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম সুমন আহম্মেদ (২২)। সুমন নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাকুলি গ্রামের বকুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে নাগেরহাট এলাকার যমুনেশ্বরি নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুমন পেশায় একজন ইজিবাইক চালক।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ