রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাবলু মিয়া ও মাহবুব রহমান নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের ডিবি পুলিশের ওসি (দক্ষিণ) মনোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাসেল/