রংপুরে পর্যটনকেন্দ্রে বঙ্গবন্ধুসহ দেশের সূর্যসন্তানদের বিকৃত ভাস্কর্য স্থাপন করা হয়েছে।দর্শনার্থীরা ক্ষুভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এমনটা হয়েছে।
বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাওলানা ভাসানী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অনেক গুণীজনের ভাস্কর্য এমন দায়সারাভাবেই নির্মাণ করা হয়েছে রংপুরের ভিন্নজগত নামে পর্যটন কেন্দ্রের আজব গুহায়।
এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক এনামুল হাবিব।এদিকে কর্তৃপক্ষ এর দায় নিতে নারাজ।
গত ১৫ বছর ধরে এ পর্যটন কেন্দ্রটি সচল রয়েছে। প্রতিদিন এখানে আসেন ২০ হাজারেরও বেশি পর্যটক। যারা দেশের সেরা সন্তানদের এমন উপস্থাপন দেখে তিক্ততা নিয়ে বাড়ি ফেরেন।
আজকের বাজার/আরজেড