রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ছবি : ইন্টারনেট

রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার নাম বেলাল হোসেন। এলাকায় সে ডাকাত সর্দার বলে পরিচিত। পুলিশ বলছে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নগরীর উত্তম বেতার পাড়া মহল্লার মৃত ইসহাক ওরফে আতার আলীর ছেলে।

রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ডাকাত সর্দার বেলাল হোসেন নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত বেলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৮টি মামলা আছে।

আরএম/