রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পথচারী।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

পুলিশ জানিয়েছে, কাউনিয়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় রংপুর থেকে কাউনিয়ামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/ এমএইচ