রংপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রংপুর নগরীর কেন্দ্রীয় বাস র্টামিনাল এলাকার জনসেবা ক্লিনিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
নিহত শিশুর বাবা বাতেন আলী অভিযোগ করেন, অপারেশনের পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ তার ছেলেকে দেখতে দেননি।
এতে স্বজনরা আশঙ্কা করেন, অপারেশন করতে গিয়ে শিশুটি মারা গেছে।
রংপুর কোতোয়তালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিঞা জানান, চিকিৎসা অবহেলায় শিশুটি মারা গেছে কি-না পুলিশ তা খতিয়ে দেখছে।
এদিকে বুধবার রাতে সাংবাদিকরা খবর পেয়ে সেখানে ছুটে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ খবর সংগ্রহে বাধা দেয়। মারধর করা হয় সাংবাদিকদের। গুরুতর আহত হন এশিয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান এ কে এম সুমন। ভাঙচুর করা হয় ক্যামেরাও। পরে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহত সুমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/আরজেড