চলমান মাদকবিরোধী অভিযানে রংপুরে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুলাই) থেকে রোববার (১৫ জুলাই) সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার আট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
দুপুরে তাদের আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/একেএ