চলমান মাদকবিরোধী অভিযানে রংপুরে বিভিন্ন মামলায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ আগস্ট) থেকে শনিবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
আজকের বাজার/একেএ