রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষণা করেছে কমিশন। মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থিতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাদ পড়া প্রার্থীরা।
গত ৫ নভেম্বর তফসিল ঘোষনার পর ২১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেনমেয়র পদে ১৩, কাউন্সিলর পদে ২২৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জনসহ মোট ৩০৬ জন প্রার্থী। শনিবার থেকে যাচাই-বাছাই শেষে রবিবার বিকালে বৈধ ২৮৮ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
শর্ত পূরণ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, যুবদল নেতা নাজমুল হক নাজু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, সুইটি আঞ্জুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হানের। প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওসার জামান বাবলা ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তাফা, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা, বাসদের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র প্রার্থী সেলিম আখতার।
এদিকে, নির্বাচন কমিশনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী না গেলেও বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলার অভিযোগ, সরকার তার প্রার্থিতা বাতিলের চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে।
বিকালে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার তার কার্যালয়ে সবার সহযোগিতা চেয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, বাদ পড়া প্রার্থীরা চাইলে আইনি লড়াই করতে পারবেন।
আগামী ৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭