রংপুরে যাত্রা শুরু করলো ব্যতিক্রমী ‘বর্ণমালা’ গ্রন্থাগার

‘আমাদের সংগ্রহ, আমরা পড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বর্ণমালা গ্রন্থাগার।

শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষাসমাপনীর দিন বিভাগের শিক্ষক ও বর্ণমালা গ্রন্থাগারের উদ্যোক্তা উমর ফারুকের হাতে বই তুলে দিয়ে এই গ্রন্থাগারের শুভসূচনা করে।

উমর ফারুক বলেন, যে কেউ ন্যূনতম একটি গ্রন্থ জমা দিয়ে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হতে পারবেন। ফলে সদস্য সংখ্যা যতো বাড়বে গ্রন্থাগারে বইয়ের সংখ্যাও ততো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, একজন পাঠক মাত্র একটি বই নিয়ে গ্রন্থাগারে সদস্য হয়ে পড়তে পারবেন অসংখ্য বই।

বর্ণমালা’র সূচনালগ্নে তিনি খুবই আনন্দিত উল্লেখ করে উমর ফারুক বলেন, এ এক অনন্য মুহূর্ত তার জন্য। এই গ্রন্থাগারে টাকার অংকে কোনো ব্যয় নেই। সদস্য ফি নেই। নেই কোনো বাৎসরিক চাঁদাও।

তিনি বলছিলেন, আমরা সবাই মিলে বই সংগ্রহ করবো, পড়বোও সবাই মিলে। এটা আমাদের সবার সংগ্রহ। এ গ্রন্থাগার আমাদের সবার। আমাদের সবার অধিকার থাকবে বর্ণমালায়।

অনেকের অংশীদারিত্ব থাকায় বইঘর একদিন সত্যিই সমৃদ্ধ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এ উদ্যোগ অবশ্যই আমাদের আরও বেশি বইমুখি করে তুলবে। বইপ্রেমী সবাইকে বর্ণমালা গ্রন্থাগারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮